খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন-১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সামরিক, বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।
এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. তৌফিক, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি, পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা নাগরিক ও নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, বাংলাদেশ জামায়েত ইসলামী মাটিরাঙ্গা উপজেলার সেক্রেটারি মো. আব্দুল জলিল, মাটিরাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. নুরুল ইসলাম, বাংলাদেশ হেফাজত ইসলামী মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মো. আক্তার হোসেন ফারুকি, ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রু চৌধুরী, সহসামরিক বেসরকারি পদস্থ কর্মকর্তা, হেডম্যান, কার্বারি, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্বত্যাঞ্চলের সাম্প্রদায়িক সহিংসতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, পাহাড়ের উপজাতি সন্ত্রাসীদের নির্যাতনে পাহাড়ি-বাঙ্গালী কেউ শান্তিতে নাই। সন্ত্রাসী কর্মকাণ্ড, গুম, খুন, হত্যা ও চাঁদাবাজি রোধে এবং শান্তি ফিরিয়ে আনতে পার্বত্যাঞ্চল থেকে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সম্প্রতি পাহাড়ে সাম্প্রদায়িক সহিংসকতায় পাহাড়ে একটি ইস্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী যদি সেনা বাহিনীকে বিতর্কিত করার চিন্তা করে তাহলে দিন শেষে কিন্তু রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে।
ইএইচ