শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক (অভিযোগ ও তদন্ত বিভাগ) মুহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডাক্তার প্রদীপ চন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন, মো. জহুরুল ইসলাম হাওলাদার।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ও বরিশাল বিভাগীয় উপ-পরিচালকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোক্তার অধিকার সম্পর্কে বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বরগুণা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার বক্তব্য রাখেন।
মতবিনিময়/সেমিনারে বক্তারা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশব্যাপী এ কার্যক্রমে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ইতিবাচক পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের ধারা সর্বত্র ছড়িয়ে দিতে তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
ইএইচ