নোয়াখালীর সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:২৬ পিএম
নোয়াখালীর সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল্লাহ আল ফারুক। যোগদান করেই প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত সাংবাদিকদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা উন্নয়নের ব্যাপারে সাংবাদিকরা বিভিন্ন অনিয়ম পরিহার ও জনসাধারণের সেবা প্রাপ্তির ব্যাপারে পুলিশ সুপারকে পরামর্শ দেন।

এ সময় নবাগত পুলিশ সুপার দায়িত্ব পালনে এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ।

জানা গেছে, মো. আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএসের (পুলিশ ক্যাডারে) মাধ্যমে ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি বর্ণাঢ্য চাকরি জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলায় যোগদানের পূর্বে তিনি কমান্ডেন্ট, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীতে কর্মরত ছিলেন।

ইএইচ