ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, ৫ আগস্ট বিজয়ের পর সেই আগের মত দখলদারি, চাঁদাবাজি ও ধ্বংসযজ্ঞ শুরু করেছে একটি গোষ্ঠী। এসব বন্ধ করতে হবে। ঘুরে ফিরে দুর্নীতিবাজদের ক্ষমতায় আনলে জনগণের দুঃখ-দুর্দশার অন্ত থাকবে না। তাই রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি।
বৃহস্পতিবার বিকালে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইসলামী ছাত্র আন্দোলনের জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়েছে।
মুফতি ফয়জুল করীম বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ভারতের পানি আগ্রাসন বন্ধের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবৈধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এছাড়াও তিনি বলেন, দেশ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ সবার। মুসলিমদের পাশাপাশি সকল ধর্মের মানুষ এখানে নিরাপদ থাকবে এটাই স্বাভাবিক। সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি বঙ্গে তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায় বলে জানান তিনি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা এ.বি.এম জাকারিয়া, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল-জামিন, কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিম প্রমুখ।
ইএইচ