বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অসহায়, বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমির বেলাল হোসেন।
অনুষ্ঠানে পেশাজীবী থানার সভাপতি খন্দকার রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সেক্রেটারি আবু ফয়সাল, অফিস সেক্রেটারি গাওসুল আজম, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত- ছিলেন মোশারফ হোসেন, মাওলানা আবুল কাশেম, আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল, স্বাবলম্বী ও হালাল পথে উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করতে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার তার অংশ হিসেবে আজ ১৯ জন বিধবা মহিলাকে ছাগল, ৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে অর্থ সহায়তা ও ২ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ইএইচ