চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

‘অস্ত্র উদ্ধারে কাউকে ছাড় নয়, যার কাছে আছে সেই সন্ত্রাসী’

ফেনী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৭:৪৮ পিএম
‘অস্ত্র উদ্ধারে কাউকে ছাড় নয়, যার কাছে আছে সেই সন্ত্রাসী’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেছেন, অস্ত্র উদ্ধারে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে দলমত বিবেচনা করা হবে না। যার কাছে অস্ত্র আছে সেই সন্ত্রাসী। সুতরাং এ বিষয়ে কোন ছাড় নয়।

বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, সামনে শারদীয় উৎসব। এটা নিয়ে কোথাও কোনো ধরনের মিথ্যা গুজব ছড়ানো বা কোন ধরনের মিথ্যা প্রচারণার সুযোগ দেওয়া হবে না। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব তারা যেন শান্তিপূর্ণভাবে, নির্দ্বিধায়, নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে।

বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

বলেন, আইনশৃঙ্খলাবাহিনী থেকে শুরু করে সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ব্যক্তিগত পর্যায় পর্যন্ত সকলকে সহযোগিতা করতে হবে। এছাড়া জেলা প্রশাসক, বিজিবি এবং সেনাবাহিনীও এখন মাঠে আছে, সবাই সম্মিলিতভাবে কাজ করবে। তারা পূজামণ্ডপগুলো দেখবে। একইভাবে উপজেলা প্রশাসনও উপজেলা পর্যায়ে কাজ করবেন।

ইএইচ