হুহু করে বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০১:২৬ পিএম
হুহু করে বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

হুহু করে বাড়ছে তিস্তার পানি। পানি বাড়ার ফলে তিস্তার উত্তর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার।

বন্যায় পানিবন্দি হয়েছে প্রায় সহস্রাধিক পরিবার। সময় যত যাচ্ছে পানি ততই বৃদ্ধি পাচ্ছে এতে বন্যার পরিস্থিতি হচ্ছে আরও ভয়াবহ। তলিয়ে গেছে ঘরবাড়িসহ ধান, মরিচ ও বাদামের ফসল জমি।

বাড়িতে হচ্ছে না রান্না, ভরসা শুকনো খাবারে। বন্যার কবলে পড়ছে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের, বিদ্যানন্দ ইউনিয়নের তীরবর্তী ও চরাঞ্চলের পরিবারগুলো।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টায় কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সন্ধ্যার মধ্যে তিস্তার পানি কমতে শুরু করবে।

ইএইচ