কারিতাসের নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০১:৩৩ পিএম
কারিতাসের নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷

রোববার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কচুখালী রিসোর্স সেন্টারে প্রকল্পের আওতায় নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে অতিথি ছিলেন, কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিসের (CIMMS) প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. তন্ময় বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার পথিক কুমার মন্ডল, ইউডিএফ সুজন সেন, শরিফুল ইসলাম, ইলিয়াস তরফদার, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ সময় কারিতাস বাংলাদেশের কার্যক্রমসহ জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও মানব পাচারের বিভিন্ন আলোচনা তুলে ধরা হয়।

ইএইচ