আড়াইহাজারে চুরি করার সময় ট্রান্সফরমার চোর আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৩:৫১ পিএম
আড়াইহাজারে চুরি করার সময় ট্রান্সফরমার চোর আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার দিবাগত রাতে দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দি এলাকায় চুরি করার সময় রেজয়ান ঘোরামী ওরফে রিজন (২৫) নামে এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটক চোর ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার কচুয়া গ্রামের মো. শাহজাহান ঘোরামীর পুত্র এবং ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাবাড়ী আদর্শবাগ এলাকার মিজানুর রহমান মজনুর বাড়ির ভাড়াটিয়া।

এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার দিবাগত রাতে ওই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করছিল একদল চোর।

এ সময় এলাকাবাসী টের পেয়ে চোরদেরকে ঘিরে ফেলার চেষ্টা করলে সংঘবদ্ধ চোরদের বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। কিন্তু বৈদ্যুতিক খুঁটির উপরে থাকা রেজয়ান ঘোরামী ওরফে রিজন আর নামতে না পারায় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বেশ কিছু দিন ধরে আড়াইহাজারের বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, এ ব্যাপারে একটি মামলা দায়ের হলে ধৃত চোর রেজয়ান ঘোরামী ওরফে রিজনকে রোববার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

ইএইচ