মেহেরপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আটক ২

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৫:১৬ পিএম
মেহেরপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আটক ২

গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মেহেরপুরের ২ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- সুইট মাহমুদ (২৮) ও আশিকুর রহমান (২৭)।

মেহেরপুর সদর থানার শেখ কনি মিয়া জানান, গত ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশী ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে ওই মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন।

প্রেক্ষাপটে মেহেরপুরের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করে। আটককৃতদের মেহেরপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ