পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করছে: জিওসি মাইনুর রহমান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৬:৩৭ পিএম
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করছে: জিওসি মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান বলেছেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয় আর সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে।

সোমবার সকালের দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকা ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে ৫ শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা, ঢেউটিন, সেলাই মেশিন, সার বীজ বিতরণসহ ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল তাজুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ