মির্জাপুরে ২১২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৩:১৬ পিএম
মির্জাপুরে ২১২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

টাঙ্গাইলের মির্জাপুরে ২১২টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব।

মঙ্গলবার দুপুরে থানার হলরুমে পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলাসহ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

এছাড়াও দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন পিপিএম, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ, উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কমান্ডার হারুন অর রশিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শংকর, উপদেষ্টা তারাপদ সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নিরঞ্জন পাল, উপজেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য স্বপন কুমার মন্ডল, মির্জাপুর কেন্দ্রীয় বাজার কালি মন্দিরের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা বক্তব্য দেন।

জেলার মধ্যে এই উপজেলায় সর্বোচ্চ সংখ্যক পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ।

ইএইচ