ইসলামপুরে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৩:৫৯ পিএম
ইসলামপুরে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন

জামালপুরের ইসলামপুর উপজেলায় নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।

২০০৭ সাল থেকে ১৬ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার ২ লাখ ৩ হাজার ৭শত ২৮ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকালে ইসলামপুর হাইস্কুল এন্ড কলেজ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী, অধ্যক্ষ মাহবুবুর রহমান।

জানা গেছে, ১ অক্টোবর থেকে পৌরসভার ও ৭টি ইউনিয়ন কুলকান্দি ৮ থেকে ১০ অক্টোবর, বেলগাছা ১১ থেকে ১৫ অক্টোবর, চিনাডুলী ১৬ থেকে ২০ নোয়ারপাড়া ২১ থেকে ২৫ সাপধরী ২৭ থেকে ২৮ সদর ২৯ থেকে পাথর্শী ২ থেকে ৭ নভেম্বর,পলবান্ধা ৮ থেকে ১০ গোয়ালের চর ১১ থেকে ১৫ গাইবান্ধা ১৬ থেকে ২২ চর পুটিমারী ২৪ থেকে ২৯ চর গোয়ালীনি ৩০ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৬৩ দিনব্যাপী বিভিন্ন স্পটে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

এছাড়া যারা সময়মতো নিতে না পারবে পরবর্তীতে অফিস থেকে নেওয়া যাবে।

ইএইচ