মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মহেশপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ০৯:০২ পিএম
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মহেশপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে মহেশপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর স্বরুপপুর ইউনিয়নের   পেপুল-বাড়ীয়া,  কুসুমপুর,  স্বরুপপুর, চাঁপাতলা ইমাম ঐক্য পরিষদসহ এলাকায় স্থানীয় সংগঠনের উদ্যোগে  এসব কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশে স্বরূপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি বিশ্বাস বলেন, আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি।

সমাবেশ বক্তব্য দেন, কেশবপুর বায়তুল নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মেহেদী হাসান, স্বরুপপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মুফতি জালাল উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান (সুরুজ), হাফেজ হাফিজুর রহমান, হাফেজ নাজমুস সাকিব,  মুফতি আলামিন, মাওলানা ফিরোজ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নান্নু মিয়া, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সাব্বির,  যুগ্ম আহ্বায়ক চয়ন হোসেন, স্বরূপপুর ওয়ার্ড বিএনপির সভাপতি শফি উদ্দিন, ইউনিয়ন কৃষকদল নেতা সানোয়ার হোসেন, ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ