আখাউড়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

আখাউড়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৬:৩২ পিএম
আখাউড়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে ১ কোটি ২ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ভারতীয় পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) এর অধীনস্থ গংগাসাগর বিওপির বিশেষ টহল দল উজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকায় চোরাচালানীদের উদ্দেশ্য করে বিশেষ অভিযান চালায়।

এ সময় সীমান্ত পিলার ২০২৪/৯-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর-খলাপাড়া নামক স্থান হতে ভারতীয় ৬৪৮ পিস বিভিন্ন প্রকার এ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে, ২ হাজার পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট, ২৪ বোতল হুইস্কি এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

তবে, বিজিবি টহল দলের উপস্থিতির টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ চোরাচালানী মালামাল ফেলে রেখে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।

উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় এক কোটি দুই লক্ষ বিরাশি হাজার টাকা।

ইএইচ