শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী রাসেল হত্যা মামলার অন্যতম আসামি মনির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মনির হোসেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাইকাঠি এলাকার মোতালেব ফকিরের ছেলে।
র্যাব জানায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙাব্রিজ এলাকায় সেলুনে বসে কুপিয়ে গুরুতর জখম করা হয় ব্যবসায়ী রাসেল সরদারকে। পরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২ দিন পর রাসেল সরদারের ভাই ওয়াসিম সরদার ড্যামুডা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গতকাল রাতে এ মামলার অন্যতম আসামি মনির হোসেনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি আভিযানিক দল।
এ বিষয়ে মাদারীপুর র্যাব- ৮ এর অধিনায়ক মীর মনির হোসেন বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। এ ঘটনায় মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে অন্যতম আসামি মনির হোসেনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়েছে।
ইএইচ