ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, মেজর আসিফ মোস্তফা, থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আদেশ চন্দ্র দেব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অনাত বন্ধু দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বরুণ সরকার, উপজেলা বিএনপি সভাপতি এমএ হান্নান, সাধারণ সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, জামায়াতে ইসলামীর আমির ছায়েদ আলী, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী, গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রাণী দাস, প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি কেএম আমিনুল ইসলাম, সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী ও কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমান প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সকলের সব ধরনের সহযোগিতা কামনা করেন।
ইএইচ