খাগড়াছড়িতে বাজার ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০২:৪১ পিএম
খাগড়াছড়িতে বাজার ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

পহেলা অক্টোবর খাগড়াছড়ি থানাধীন মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া রোড সংলগ্ন বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন দোকান ভাঙচুর, দোকানের মালামাল ও নগদ টাকা চুরি করে দুর্বৃত্তরা।

এছাড়াও কল্যাণপুরস্থ কেএস টিসি ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুর করে তারা।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করার পর খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে খাগড়াছড়ি সদর থানার অফিসারদের সমন্বয়ে একটি টিম গঠন করেন।

চৌকস টিম পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনায়র সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- লুৎফর রহমান (৪৫), মো. নুর মোহাম্মদ, মো. ইসমাইল হোসেন, শাহাজাদায়ে ইমরান চৌধুরী, (৩৪), মো. কামরুল (৩৫) সবাই খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা।

গ্রেপ্তারদের বিধি মোতাবেক যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইএইচ