কঠিন চীবর দান শান্তিপূর্ণ ভাবে পালনে প্রশাসন থেকে নিরাপত্তা জোরদার করা হবে

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৬:৩১ পিএম
কঠিন চীবর দান শান্তিপূর্ণ ভাবে পালনে প্রশাসন থেকে নিরাপত্তা জোরদার করা হবে

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধি ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা এএসইউ কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন, রাঙ্গামাটি রিজিয়নের ব্রিগেড বিএম মেজর তাজদির, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মাতব্বর, জেলা জামায়াতের আমির মো: আব্দুল আলিম, রাজবন বিহারের সহ সভাপতি নীরুপা দেওয়ান, মৈত্রী বিহারের সাধারণ সম্পাদক অরুণ কান্তি দেওয়ান, আসামবস্তি বৌদ্ধ বিহারের আহ্বায়ক ত্রিদিব বড়ুয়া দীপুসহ বিভিন্ন বিহারে নেতৃবৃন্দরা।

সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব রাঙ্গামাটি পার্বত্য জেলায়  যাতে নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে করা যায় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা ভিক্ষু সংঘের সাংবাদিক সম্মেলনে নিরাপত্তা আশঙ্কায় কঠিন চীবর দান না করার সিদ্ধান্ত নিলেও প্রশাসনে পক্ষ থেকে কঠিন চীবর দান পালনের আহ্বান জানানো হয় এবং কঠিন চীর দান যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে তার জন্য প্রশাসন পক্ষ থেকে নিরাপত্তা জোড়দার করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়।

আরএস