আসন্ন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলায় মত বিনিময় ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর ) সন্ধ্যা ৬ টার দিকে খোকসা জানিপুর ইউনিয়নের এক্তারপুর হাট সংলগ্ন কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্দির প্রাঙ্গণে, আনন্দঘন পরিবেশে শান্তি পূর্ণ ভাবে পালন করার জন্য দুর্গাপূজা সদস্যবৃন্দ কমিটির আয়োজনে মত বিনিময় অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— সাবেক খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ মো. আমজাদ আলী, উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন একতারপুরহাট পূজা কমিটির সভাপতি বাবু নিমাই চন্দ্র ঘোষ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— বেতবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক ৫ নং কাউন্সিলর আবুল কালাম, বিএনপির নেতা কামরুল জামান শরীফ, সেলিম মাস্টার, সৈয়দ সায়েম আহমেদ, এছাড়াও অত্র ইউনিয়নের ১৯ টি পূজা মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
সে সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সভায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গা পূজা শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে উদ্যাপন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এ বছর খোকসা উপজেলায় মোট ৫৯ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবেন বলে আশ্বস্ত করেন। একতারপুর এলাকার ১৯ টি পূজা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে কিছু নগদ অর্থ সহযোগিতা করেন।
বিআরইউ