মধুপুরে বেকারি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৬:১৯ পিএম
মধুপুরে বেকারি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আউশনারা ইউনিয়নের শাইলবাইদ বাজারের চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে পাউরুটি ও কেকের মোড়কের গায়ে উৎপাদন মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিক্রয়মূল্য লিপিবদ্ধ না থাকা, ব্যবসা পরিচালনার ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রুটি-বিস্কুট-কেক তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ফ্যাক্টরির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া

সহযোগিতায় ছিলেন এসআই হেলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইএইচ