মাদারীপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৬:৫৫ পিএম
মাদারীপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

মাদারীপুরে র‍্যালি আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার মধ্যদিয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার রাইটস যশোরের আয়োজনে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় মাদারীপুরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে দিবসটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথমে ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের নিয়ে র‍্যালি আয়োজন করা হয়। পরে বাল্যবিবাহ ও মানব পাচার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে ‘কন্যা শিশুর স্বাধীনতা না থাকাই বাল্যবিবাহের অন্যতম কারণ’ বিষয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ।

বিশেষ অতিথি ছিলেন, অভিভাবক সদস্য আ. মান্নান ফরাজি, দাতা সদস্য মো. শফিউর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মামুন।

ইএইচ