সুন্দরগঞ্জে আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৭:৪১ পিএম
সুন্দরগঞ্জে আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপন উপলক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ শহিদ মিনার চত্বরে ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করে তাদের দায়িত্ব বণ্টন করে দেয়া হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পূজা মণ্ডপে পিসি ১৫ জন এপিসি ১১৫ জন পুরুষ  আনসার ৩৬০ জনও ২৩০  জন মহিলা আনসার সদস্যসহ মোট ৭২০ জন মোতায়েন করা   হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার ১১৫টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইএইচ