আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বাজিতপুরে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন।
বাজিতপুর উপজেলার এসব পূজা মণ্ডপে র্যাব, পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এ বছর বাজিতপুর উপজেলায় ৫৭টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ৩৪৬ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
দুর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আনসার ভিডিপি সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অফিসে হাজির হয়। দুপুরে উপজেলার পূজা মণ্ডপের নিরাপত্তায় আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়।
এ ব্যাপারে বাজিতপুর আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম বলেন, বাজিতপুরে ৫৭টি পূজা মণ্ডপের ৫৭ জন পিসি/এপিসি, ২৮৭ জন আনসার ও ভিডিপি সদস্যকে পূজামণ্ডপের নিরাপত্তা দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে।
এছাড়াও একটি রিজার্ভ ইউনিট জরুরি অবস্থা মোকাবেলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এর আগে ৬ অক্টোবর ২৬ অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ৭৮ জন আনসার-ভিডিপি সদস্য/সদস্য মোতায়েন করা হয়।
ইএইচ