রাঙামাটিতে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদার

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৪:১৩ পিএম
রাঙামাটিতে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গোৎসবের আজ মহা সপ্তমী। রাঙামাটি জেলায় এ বছর ১০ উপজেলায় ৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন পূজামণ্ডপ।

মহা সপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল ছয়টা ১০ মিনিটে। এছাড়াও চন্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলবে পূজার আনুষ্ঠানিকতা।

সনাতন ধর্মীয় বিশ্বাস মতে ভক্তদের কষ্ট দূর করতে চলতি বছর দেবী দুর্গা এসেছেন দোলায় বা পালকিতে চড়ে, আর বিজয়া দশমীর দিন ঘোটকে বা ঘোড়ায় মর্ত্যলোক ছেড়ে কৈলাসে চলে যাবেন। পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় মড়ক।

সন্ধ্যায় মহা সপ্তমীতে রাঙামাটির পূজা মণ্ডপগুলোতে সন্ধ্যারতি ও ঢাকের তালে তালে দর্শনার্থীদের মনকে উৎসবের পুরো আমেজ দিবে। প্রথম দিন দুর্গাকে দর্শন করতে আসবেন রাঙামাটির সকল সম্প্রদায়ের মানুষ। আর আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনে প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসন থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

ইএইচ