পাবনায় নবনিযুক্ত অধ্যক্ষের উদ্যোগে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৮:০১ পিএম
পাবনায় নবনিযুক্ত অধ্যক্ষের উদ্যোগে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ কবর জিয়ারত ও আর্থিক সহায়তা করেছেন পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল মিয়া।

একই সাথে আহতদের পরিবারের খোঁজখবর এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় এডওয়ার্ড কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানরা তার সাথে ছিলেন।

বৃহস্পতিবার তিনি প্রথমে শহীদ জাহিদুল ইসলামের বাড়িতে যান। জাহিদুল ইসলামের পরিবারের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। জাহিদুলের পরিবারের সাথে কথা বলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ আবেগপ্রবণ হয়ে পড়েন। তার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানান।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ এবং কোনোকিছু করার বিষয়ে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। পরে তিনি গোরস্তানে গিয়ে জাহিদুলের কবর জিয়ারত করেন। জাহিদুল পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনার ভাঁড়ারা ইউনিয়নে।

এরপরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মো. মাহাবুব হাসান নিলয়ের (১৩) বাড়িতে যান এবং তার পরিবারের সাথে কথা বলেন। তার পরিবারের প্রতি সমবেদনা ও সান্ত্বনা প্রকাশ করেন। নিলয়ের বাড়ি পাবনার হাজির হাট বেতেপাড়া। নিলয় সিদ্দিক মেমোরিয়ালের শিক্ষার্থী ছিলেন।

এ সময় পাবনার দুইজন শহীদ জাহিদুল ইসলাম ও মাহাবুব হাসান নিলয়ের পরিবারে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া নিজ উদ্যোগে আর্থিক সহযোগিতা করেন।

ইএইচ