নোয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে এমটি হক ফাউন্ডেশন অর্থ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৭:২৯ পিএম
নোয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে এমটি হক ফাউন্ডেশন অর্থ বিতরণ

নোয়াখালীতে সম্প্রতি বন্যা পরবর্তী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জীবন পুনর্গঠনে সহায়তা করার লক্ষ্যে এমটি হক ফাউন্ডেশন পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা প্রদান করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

নোয়াখালীর বন্যা কবলিত এলাকায় বন্যার পানি কমলেও জলাবদ্ধতায় দুর্ভোগ কমেনি জনসাধারণের। ধ্বংস হয়ে গেছে বাড়ি-ঘর ও রাস্তাঘাট। বাড়ি ফিরছে স্থানীয়রা, কিন্তু নিজেদের বাড়িঘর কিছুই আর আগের মতো নেই। ঘরবাড়ি আসবাবপত্র সবই নষ্ট হয়ে গেছে।

তাদের সহায়তায় এমটি হক ফাউন্ডেশনের মাধ্যমে ইউএসএ অবস্থানরত ফ্যামিলি ফ্রেন্ডস এন্ড জিএফবি গ্রুপের ফাইনালসিয়ার এইড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আয়োজনে নোয়াখালী সদর উপজেলার ধন্যপুর আল  জামিয়া মিফতাহুল উলুম মাদরাসায় শনিবার সকালে নেয়াজপুরসহ পার্শ্ববর্তী এলাকা সমূহের জলাবদ্ধতায় অবস্থানরত অসহায় ৫৩ জন মানুষ ও মাদরাসায় নগদ অর্থ প্রদান করে।

এমটি হক (মো. তোফাজ্জল হক) ফাউন্ডেশন পক্ষে নগদ টাকা বিতরণ করেন, ইকবাল হোসেন ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন- আল জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. আনিসুর রহমান, মো. মাসুদুর রহমান ও ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন।

ইএইচ