কুড়িগ্রামে সেনাবাহিনীর পূজামণ্ডপ পরিদর্শন

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৯:২৮ পিএম
কুড়িগ্রামে সেনাবাহিনীর পূজামণ্ডপ পরিদর্শন

কুড়িগ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্য শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন করছে সেনাবাহিনী।

পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের অধিনায়ক ২২ বীর, লে. কর্নেল গালিব বিন আহম্মেদ।

এ সময় পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য ও সুধীমহলের সাথে মতবিনিময় করেন তিনি।

লে. কর্নেল গালিব বিন আহম্মেদ বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় পূজা চলাকালীন সময়ে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে অন্যান্য বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ নজরদারি আছে বলে আশ্বস্ত করেন তিনি।

ইএইচ