মির্জাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৭:৪১ পিএম
মির্জাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে

মির্জাগঞ্জের সুবিদখালী বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন বরিশাল বিভাগীয় কমিশনার ও পটুয়াখালী জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার রাতে উপজেলার সুবিদখালী সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির কমপ্লেক্সের সভাপতি অ্যাডভোকেট কালা চাঁদ সাহার সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন,মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম প্রমুখ। এসময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদারসহ আনসার বাহিনী ও মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটাররা উপস্থিত ছিলেন।

সভায় নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।

আরএস