মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিন

চাঁদপুরে ১৮৮ কেজি ইলিশ জব্দ ৩ অসাধু ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৮:৩৪ পিএম
চাঁদপুরে ১৮৮ কেজি ইলিশ জব্দ  ৩ অসাধু ব্যবসায়ীর কারাদণ্ড

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ এর প্রথম দিনে আজ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে ৩ জন মাছ বিক্রেতাকে ইলিশ বিক্রয়রত অবস্থায় হাতেনাতে ধরা পরলে সেখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অপরাধী ৩ ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন, ১৯৫০ এর ধারা ৪ ভঙ্গের অপরাধে একই আইনের ৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০০০ টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে নিষিদ্ধ সময়ে তাদের ইলিশ বিক্রয়ে পুনরায় পাওয়া গেলে কারাদণ্ড আরোপের শর্তে মুচলেকা নেওয়া হয়। 

এসময় জব্দকৃত প্রায় ১৮৮ কেজি ইলিশ মাছ ফরিদগঞ্জের কেরোয়ার রাওযাতুল কুরান মাদ্রাসা, কাছিয়াড়ার
কারীমিয়া আহম্মদিয়া কেরাতুল কোরান মাদ্রাসা ও এতিমখানা এবং চাঁদপুর সদরের সরকারি শিশু পরিবারের এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণের মাধ্যমে বিলি  করা হয়।

এ ব্যাপারে মোবাইল কোট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা অভিযান কে সফল করার লক্ষ্য আমরা কোন জেলে বা মৎস্য ব্যবসায়ীদের কে ছার দেব না,তিনি আরও জানান আমাদের এই ধরনের অভিযান চলবে। 

আরএস