বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাসুলের আদর্শ অনুযায়ী কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে।
দেওয়ানহাটস্থ নগর জামায়াতের কার্যালয়ে সোমবার কোতোয়ালি থানা জামায়াতের রুকন প্রার্থী ও অগ্রসর কর্মীদের এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশ ও জাতিকে সঠিক নেতৃত্ব দেয়ার জন্য কিছু সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। জামায়াতে ইসলামী একদল সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করে যাচ্ছে। দেশের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব সম্পন্ন কর্মী বাহিনী তৈরির আহ্বানে সাড়া দেয়। জামায়াতে ইসলামী এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে অতীতে বলিষ্ঠ ভ‚মিকা পালন করেছে। স্বৈরাচারমুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে শান্তির বাংলাদেশ বিনির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানা আমির আমির হোসাইনের সভাপতিত্বে এবং কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।
শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ.ন.ম জুবায়ের, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফেরদাউস, অফিস সেক্রেটারি এইচ.এম ইমদাদ উল্লাহ, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নুরুল কবীর, নাজিম উদ্দীন, অ্যাডভোকেট আনোয়ার সা`দত ও একরামুল হক প্রমুখ।
ইএইচ