কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সদর উপজেলার দানাপাটুলি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আকরামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাত পৌনে ৯টায় সদর উপজেলার দানাপাটুলি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আকরাম সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের ঘাগলাইল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি দানাপাটুলি ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেপ্তার আসামি আকরাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও এ মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ইএইচ