আজ বিশ্ব হাত ধোয়া দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণই’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাত ধোয়া দিবসটি পালন হয়।
দিবসটি পালনের অংশ হিসাবে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে প্রাণিসম্পদ সেবা প্রদানকারী, প্রাণি সম্পদ খামারি, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী ও গবাদি প্রাণি বিক্রেতাদের নিয়ে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, এসিডিআই/ভোকার সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর কৃষিবিদ মুহাম্মদ মঞ্জুরুল হক এবং ফিল্ড কো- অর্ডিনেটর ফারজানা ইয়াসমিন।
ইএইচ