ধামইরহাটে খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক কর্মশালা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৪:৪৫ পিএম
ধামইরহাটে খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক কর্মশালা

নওগাঁর ধামইরহাটে খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার আলমপুর ও আড়ানগর ইউনিয়নের প্রকল্পের উপকারভোগী মোট ৩০ জন কৃষানি অংশগ্রহণ করেন।

এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্প সিসিএপি সদস্যদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য দেন- উপ-পরিচালক (প্রোগ্রাম) ও প্রজেক্ট ফোকাল মো. ওবায়দুল ইসলাম, প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম, মো. সাহাদুল ইসলাম সাজু, হারুন আল রশীদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

ইএইচ