মুক্তাগাছা উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের আলোচিত বহিষ্কৃত সভাপতি ইসরাত জাহান তনুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে মুক্তাগাছা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তনুর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় নাশকতার মামলা রয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ইসরাত জাহান তনু পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে মুক্তাগাছা থানায় আসেন। থানার কাজ শেষে বাসায় যাওয়ার জন্য বের হয়ে থানা গেটে আসলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তার পথরোধ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, ইসরাত জাহান তনু পারিবারিক সমস্যা নিয়ে থানায় আসেন। আমার সাথে কথা শেষ করে সে চলে যায়। সে আওয়ামী লীগ নেত্রী আমি তা জানতাম না। পরে বিএনপির নেতাকর্মীরা থানার প্রধান ফটকের সামনে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।
বুধবার সকালে ময়মনসিংহ আদালতে তাকে সোপর্দ করা হয়।
ইএইচ