নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন: ১৮ জনের কারাদণ্ড

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৮:২৯ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন: ১৮ জনের কারাদণ্ড

পদ্মা-যমুনায় নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করায় ১৮ জেলেকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এ কারাদণ্ড দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলা পদ্মা-যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পদ্মা-যমুনা নদীতে আলোকদিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় নদীতে ইলিশ শিকারের অভিযোগে ওই ১৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত প্রায় ২ লক্ষাধিক মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত প্রায় ৩ মণ ইলিশ স্থানীয় এতিম খানায় প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

ইএইচ