ফুলপুরে সবজির চড়া দামে দিশেহারা ক্রেতা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৬:১৬ পিএম
ফুলপুরে সবজির চড়া দামে দিশেহারা ক্রেতা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাজারগুলোতে সবজির চরম সংকট দেখা দিয়েছে। ফলে সবজির চড়া দামে দিশেহারা মানুষ। ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা, ছনকান্দা ও বাসস্টেশন উপজেলার বিভিন্ন বাজারে শাক-সবজি ও সকল ধরনের কাঁচামাল পণ্যের দাম আগের তুলনায় অনেক বেশী।

স্থানীয় বাজার ও আড়তে সবজির আমদানি কম থাকায় প্রয়োজন অনুযায়ী সবজি ক্রয় করতে পাচ্ছেন না মানুষজন।

সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, বাজারে প্রতি কেজি গোল আলু ৭০ টাকা, বেগুন ১২০ টাকা, শিম ২৫০ টাকা, পটল ৯০ টাকা, টমেটো ২৪০ টাকা, গাজর ১৮০ টাকা, ঢেড়স ১০০ টাকা, করলা ১১০ টাকা, বরবুটি ১২০ টাকা, কাকরুল ১০০ টাকা, চিচিঙ্গা ১১০ টাকা, মিষ্টি লাউ ৮০ টাকা, কাঁচা পেপে ৪০ টাকা, ফুলকপি ১৬০ টাকা, বাঁধাকপি ১২০ টাকা, কচুরমুখি ১০০ টাকা, শশা ১২০ টাকা ও কচুর লতি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুলা শাকের প্রতি আঁটি ৪০ টাকা, লাল শাকের আঁটি ৩৫ টাকা, কলমি শাকের আঁটি ২৫ টাকা, পুইশাকের আঁটি ৩০ টাকা ও লাউ শাকের আঁটি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাছাড়া দেশীয় পেঁয়াজ ১২০ টাকা, এলসি পেঁয়াজ ১১০ টাকা, কাঁচামরিচ ৩৬০ টাকা, আদা ২৪০ টাকা ও রসুন ২৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতাগণ।

আমুুুয়াকান্দা বাজারে সবজি কিনতে আসা একজন ক্রেতা জানান, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বেশী। তার উপরে এখন সবজির চড়া দাম। সংসার চালানোই অসম্ভব হয়ে পড়েছে।

আরেক ক্রেতা রিক্সা চালক মানিক মিয়া বলেন, দুই দিন রিক্সা চালাইয়া ৬৫০ টেহা কামাই কইরা বাজার-সদাই করতে আইছি। কাঁচামাল কিইন্যাই সব টেহা শেষ। অহন বাচ্চার ওষুধ ও অন্য জিনিস কিনমো কি দিয়া?

আমুয়াকান্দা মধ্যবাজারের কাচামাঁল বিক্রেতা আমিনুল হক জানান, বাজারে কাঁচামালের আমদানি খুবই কম। আমদানি কম হওয়াতে সবজির দাম বেশি।

এ বিষয়ে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ তালুকদার জানান, ভারতের পাহাড়ি ঢল ও হঠাৎ ভারী বর্ষণে ফুলপুরসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যার পানিতে ফুলপুরে কৃষকদের ১৪৫ হেক্টর সবজি বাগান তলিয়ে গেছে। যার ফলে বাজারেগুলোতে সবজি সংকট দেখা দিয়েছে। 

বিআরইউ