ফেনীতে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে মশাল মিছিল

ফেনী জেলা প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০১:১০ পিএম
ফেনীতে  রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে মশাল মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে  রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ফেনী শহরে মশাল মিছিল করেছে। সোমবার (২১ অক্টোবর) রাতে মিছিলটি ফেনী পৌরসভা থেকে বের হয়ে শহরের ট্রাংক রোড প্রদক্ষিণ করে বড় মসজিদ হয়ে শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘ধরো রশি মারো টান, চুপ্পু হবে খান খান’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘ত্রিপুরা না ফেনী, ফেনী ফেনী’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন আন্দোলনকারীরা।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দুই মাসের ব্যবধানে রাষ্ট্রপতির এ দ্বিমুখী বক্তব্য ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না। খুনি হাসিনাকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। সচেতন ছাত্রসমাজ কোনো চাটুকার ও দালালের দোসরদের আর গ্রহণ করবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ বলেন, আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। রক্ত দিয়ে এ স্বাধীনতা এনেছি। কোনো অযোগ্য, চাটুকার বা দালালের দোসরদের চেয়ারে দেখতে চাই না। আমরা রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাখ্যান ও তার অপসারণের দাবি করছি।

এসময়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ছাত্র প্রতিনিধিরা।

বিআরইউ