শোলাকিয়া মাঠে জঙ্গি হামলা: ৩ জেএমবি সদস্যের জামিন নামঞ্জুর

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৬:২২ পিএম
শোলাকিয়া মাঠে জঙ্গি হামলা: ৩ জেএমবি সদস্যের জামিন নামঞ্জুর

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে ২০১৬ সালে জঙ্গি হামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবির) ৩ সদস্যকে আদালতে তোলার পর জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার বিকালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।

এর আগে, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাদেরকে আদালতে তোলা হয়। শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে জঙ্গি হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী মামলা হয়।

জেএমবির ৩ সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাজারদিঘা গ্রামের মিজানুর রহমান ওরফে বড় মিজান, কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার পশ্চিম তারাপাশা এলাকার জাহিদুল হক তানিম।

অপরজন হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পাহুপাড়া গ্রামের আনোয়ার হোসেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা কারাগারের কর্মকর্তা কাউসার ও কোর্ট ইন্সপেক্টর সামসুল আলম সিদ্দিকী।

ইএইচ