বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বরিশাল ব্যুরো প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৬:৪০ পিএম
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে লাঠি মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

তারা সদর রোডে দাঁড়িয়ে বিক্ষোভ করে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ নিয়ে যে মন্তব্য করেছেন সেটা মেনে নেওয়া যায় না। তারা অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগের সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান। অন্যথায় ছাত্রজনতা কঠোর আন্দোলন নিয়ে মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ শেষে তারা নগরীতে লাঠি মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বরিশাল বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লালদে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইএইচ