বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বরিশাল ব্যুরো প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৬:৫৯ পিএম
বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর আমতলার মোড় এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল সার্কেলের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিআরটিএ বরিশাল সার্কেল অফিসে সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ও ফরিদপুরের এএসপি মো. মারুফ হোসেন, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা প্রমুখ।

পরে সভায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষকে সড়কে সতর্কভাবে চলাচলের জন্য সড়কে দুর্ঘটনা এড়াতে প্রজক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন পরিকল্পনার সচিত্র চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেয়া হয়।

ইএইচ