এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৪:৪১ পিএম
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

রাঙামাটি জেলায় এবার ২৯ হাজার ৪৬৭ জন কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।

তিনি জানান, ইতিমধ্যে প্রায় লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ কিশোরী এইচপিভি টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এবং যাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হবে তারা সরাসরি নির্ধারিত টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহণের সুযোগ পাবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষ্যে রাঙামাটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, ডব্লিউ এইচ ও প্রতিনিধি ডা: তানভির হোসেন, ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টাস ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।

ইএইচ