মুফতি ফয়জুল করিম

মুসলমানদের দাঁড়ি টুপি থাকার কারণে পুলিশে চাকরি পায় না

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৮:৩২ পিএম
মুসলমানদের দাঁড়ি টুপি থাকার কারণে পুলিশে চাকরি পায় না

বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দীন রোকন ডাকুয়ার সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন- ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম, মাওলানা মো. নুরুল ইসলাম আল আমিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইন পরিষদের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, বরিশাল জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মাদ কাওছারুল ইসলাম।

গণসমাবেশে বক্তব্যে প্রধান অতিথি বলেন, ব্রিটিশরা চলে যাওয়ার পরেও মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে। মুসলমানদের অধিকার হরণ করা হয়েছে। অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মুসলমানদের আন্দোলনের কারণে আমরা ১৯৪৭ সালে পাকিস্তান নামক রাষ্ট্র পেয়েছি এবং এই পাকিস্তান সৃষ্টিতে আন্দোলনে একমাত্র মুসলমানরাই রক্ত দিয়েছে। আজকে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা জানেই না মুসলমানদের আন্দোলনের অবদানের ইতিহাস। মুসলমানদের দাঁড়ি টুপি থাকার কারণে তারা পুলিশে চাকরি পায় না, সেনাবাহিনীতে চাকরি পায় না। সবখানেই তারা বৈষম্যের শিকার হয়।

তিনি আরও বলেন, ব্যাংক থেকে লোন নিতে গেলেও গরিব মানুষেরা বৈষম্যের শিকার। যাদের টাকা আছে তাদেরকে ব্যাংক লোন দেয়। ৪ লাখ থাকলে তাকে আরও ৪ লাখ দিয়ে ধনী বানানো হয়। বাংলাদেশের অর্থনীতি আজ ২০-২৫ জন লোকের হাতে বন্দি। গরিবের লোন মাফ হয় না। কিন্তু বড় লোকের লোন ঠিকই মাফ হয়।

ইএইচ