চাঁদপুর নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে মতবিনিময়

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৮:৪৭ পিএম
চাঁদপুর নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে মতবিনিময়

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও চাঁদপুর জেলা প্রশাসনের সহায়তায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন-পলিপ্রপাইলিন শপিংব্যাগ ব্যবহার বন্ধে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন- পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর উপপরিচালক মো. মিজানুর রহমান।

মতবিনিময় সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে, প্রেসক্লাবের সভাপতি শাহাদত হোসেন শান্ত, চাঁদপুর জেলার চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা, মো. নাজমুল আলম পাটওয়ারী, পালের বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এবং অটো রাইস মিলের সভাপতি মো. আবদুর রহিম সরকারসহ প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় চাঁদপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন, পাট অধিদপ্তর চাঁদপুরের মুখ্য পরিদর্শক মহিউদ্দিন আহমেদ ভূইয়া, রোভার স্কাউট, চাঁদপুরের সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা, জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি, জেলা তথ্য অফিসের প্রতিনিধি ও চাঁদপুর জেলার বিভিন্ন সুপার শপ, বিভিন্ন উপজেলার সুপারশপ ও ব্যবসায়ীগণ-মালিকগণ উপস্থিত ছিলেন।

ইএইচ