খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ আমনের রবি মৌসুমে শীতকালীন সবজি ও মাঠ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫টি হাইব্রিড কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলীর সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।
স্বাগত বক্তব্য দেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নুর মোহাম্মদ, মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. আমির হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার রুপন দে, উপ-সহকারী কৃষি অফিসার মো.আমজাদ হোসেনসহ উপজেলার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার অর্থ সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।
ইএইচ