যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৪:২৭ পিএম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার পরিবর্তে মানিকগঞ্জ জেলা যুবদল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

তারই অংশ হিসেবে প্রায় দুইশত গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণসহ রক্তদান কর্মসূচির আয়োজন করে।

এ সময় জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ৪০ জন অসহায় দুঃস্থ রোগীদেরকে বিভিন্ন হাসপাতালে চল্লিশ ব্যাগ দান করেন।

রোববার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে জেলা যুবদল ডা. বদরুর আলম, ডা. জিয়া ও নার্সদের সহযোগিতা নিয়ে এ চিকিৎসা সেবার আয়োজন করেন।

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর সভাপতিত্বে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ন-আহব্বায়ক মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান প্রিন্স,জিয়া উদ্দিন কবির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ্, ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ,সাধারণ সম্পাদক সজীবসহ জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ