পত্নীতলা ইউএনওকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৮:৩২ পিএম
পত্নীতলা ইউএনওকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

পত্নীতলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ফুলেল তোড়া দিয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য দেন- সহকারী কমিশনার ভূমি আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. খালিদ সাইফুল্লাহ, অফিসার্স ক্লাবের সেক্রেটারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খাঁন, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা অ্যাকাউন্ট অফিসার মামুনুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার ত্রিশিত কুমার চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সুধীজন প্রমুখ।

ইএইচ