পূর্বধলায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ২৫ জনের নামে মামলা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৯:০৮ পিএম
পূর্বধলায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ২৫ জনের নামে মামলা

নেত্রকোনার পূর্বধলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫ জনকে আসামি করে পূর্বধলা থানায় মামলা করা হয়েছে।

শনিবার রাতে নেত্রকোণা এন আকন্দ কামিল মাদরাসার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তানজির আহমেদ মাহমুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

বাদী তানজির আহমেদ মাহমুদ দুর্গাপুর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

মামলায় গৌরীপুর ও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৫ জনের নামসহ এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়।

মামলার আসামিরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা (স্টেশন রোড) এলাকার সেকান্দর আলীর ছেলে মো. মারিয়াম সোহান (২৯), একই এলাকার আমিন মোড়লের ছেলে হিরা মোড়ল (৩৫), বারুল মিয়ার ছেলে আবুল বাশার (২৮),সেকান্দর আলীর ছেলে আলী আহাদ জয় (২২), আনোয়ার হোসেনের ছেলে, সাজ্জাদ হোসেন অপূর্ব(২৬), সেকান্দর আলীর ছেলে রনি (২১), দেলোয়ার হোসেনের ছেলে মনুজ চেয়ারম্যান (৪৩) ও পূর্বধলা উপজেলার ধলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে সাহাদত হোসেন (২০), গোহালাকান্দা গ্রামের মহিন তালুকদারের ছেলে এরশাদ তালুকদার (৩৪), একই গ্রামের কালাম তালুকদারের ছেলে কাইয়্যুম তালুকদার (২২), আবু তাহের তালুকদার (২৪), আবুল কাশেমের ছেলে বাবু (৩৬), মানিকদি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে রাসেল (২৩), দেওটুকোণ গ্রামের কাশেম মিয়ার ছেলে কাজল মিয়া (৩৮), কালডোয়ার গ্রামের মৃত আ. খালেকের ছেলে আকাইদুল ইসলাম রুমান (৩২), পূর্বধলা (হাসপাতাল রোড) এলাকার মুকল কায়সার আকন্দ (২৬), পূর্বধলা (রাজপাড়া) এলাকার আবুল কাশেমের ছেলে হৃদয় খান নাইম (১৮), আব্দুল আজিজের ছেলে মো. সাজ্জাদ (৩৮), নূরুল আমীনের ছেলে হেদায়েতুল্লাহ সিয়াম (২১), নারায়নডহর গ্রামের আব্দুল কাদের তালুকদারের ছেলে কালাম তালুকদার (৫০), পূর্বধলা (আমতলা) এলাকার মৃত ফজলু মাস্টারের ছেলে শহিদুল ইসলাম আঙুর (৪৩), মেঘশিমূল গ্রামের রবির ছেলে মনি (২১), পূর্বধলা (কুমারখালী) এলাকার আব্দুল মোতালেবের ছেলে বাদশা (২৮), বাদে পুটিকা গ্রামের মো রানা (৩০) ও বড়রুহি গ্রামের রিয়াদ মোহাম্মদ নাঈম (৪৫)সহ অজ্ঞাত ১০/১৫ জন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ