ঘোড়াঘাটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:৪৩ পিএম
ঘোড়াঘাটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে পৌর এলাকার গাইবান্ধা মোড়ে এই সভার আয়োজন করে উপজেলা জামায়াত ইসলামী। এতে উপজেলা জামায়াতের আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্ত রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য এবং দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার আমির আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সাংগঠনিক জেলার নায়েবে আমীর মুহাদ্দিস ড. এনামুল হক এবং জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরকে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে শেখ হাসিনার নির্দেশে ২০০৬ সালের ২৮ অক্টোবর নিরীহ জনসাধারণ ও নেতাকর্মীদের উপর লগি বৈঠা নিয়ে হামলা করে আওয়ামীলীগ সন্ত্রাসীরা। এই হামলায় পিটিয়ে হত্যার পর লাশের উপর নৃত্য করেছিল আওয়ামী লীগ সন্ত্রাসীরা। যেই নৃশংসতা বিশ্বব্যাপী ঝড় তুলেছিল।

আলোচনা সভায় উপজেলা ও পৌর জামায়াত এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ শতশত জনসাধারণ উপস্থিত ছিলেন। সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর হামলায় নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরএস