নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামী-স্ত্রীসহ ৪ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে আহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, শনিবার বিকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভপুরা গ্ৰামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের ছাইদুল হক দুলু এবং মোকলেছদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই দিন সাইদুল হকের ছেলে আজিজুল হক ফারদিন কাজী অফিসের সামনে অবস্থানকালে প্রতিপক্ষের মোখলেছ তার ছেলে রিফাত ও রাহাত ফারদিনের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয় একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোখলেস দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফারদিনকে (১৯) মেরে আহত করে।
এ সংবাদ শুনে ফারদিনকে বাঁচাতে বাবা সাইদুল হক (৫০), মা মাফিয়া আক্তার (৪২) এবং ভাই ফারহান (১৫) ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে মাফিয়া আক্তার বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইএইচ